রায়হান কবির ইস্যুতে মালয়েশিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক নষ্ট করবে না বাংলাদেশ

বাংলাদেশি শ্রমিক রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিলের জের ধরে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক নষ্ট করবে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। একটি অনলাইন সংবাদমাধ্যমকে বৃহস্পতিবার (১৬ জুলাই) এ কথা জানান তিনি। তার মতে, প্রবাসীরা যে দেশে অবস্থান করেন সে দেশের আইন মেনে চলা তাদের দায়িত্ব।
সম্প্রতি মালয়েশিয়ায় অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় সাক্ষাৎকার দেন বাংলাদেশি অভিবাসী শ্রমিক রায়হান কবির। এরপর দেশটির সরকার তার ওয়ার্ক পারমিট বাতিল করে দেয়।
প্রবাসী মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ায় একজন বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল করার খবরটি আমরা শুনেছি। কিন্তু সকল প্রবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেদেশে কাজ করছেন সেদেশের আইন কানুন মেনে চলুন। মনে রাখতে হবে, আপনি কিন্তু নিজের দেশে নেই। অন্য আরেকটি দেশে আছেন। আর যেহেতু আপনি অভিবাসী কর্মী ওই দেশ তো আপনার ওপর কড়া নজর রাখবেই। সেদেশের মানহানি বা সম্মানের ক্ষতি হলে সংশ্লিষ্ট দেশ রিঅ্যাকশন তো করবেই। এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, একজনের বক্তব্য বা একজনের ওয়ার্ক পারমিট বাতিল হলে আমরা সেজন্য কূটনৈতিক সম্পর্ক নষ্ট করব না।
সবকিছুর একটা প্রক্রিয়া আছে। তিনি বলেন, বহু ঘটনা সত্য হলেও সবাই তা বলতে পারে না। তবে বিষয়টি নিয়ে যদি কূটনৈতিক পর্যায়ে আলোচনার মতো পরিস্থিতি হয় তখন আলোচনা হবে বলে জানান ইমরান আহমদ।
মালয়েশিয়ায় লকডাউন চলাকালে অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে আল জাজিরায় সম্প্রতি সাক্ষাৎকার দেন বাংলাদেশি শ্রমিক রায়হান কবির। গত ৩ জুন সাক্ষাৎকারটি প্রচারিত হয়। ওই পর্বে মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে রেড জোনে অভিযান চালানোর সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও সমালোচনা তুলে ধরা হয়।