মালয়েশিয়ায় লকডাউন চলাকালে ২৭৯ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় কোভিড-১৯ মহামারী প্রাদূর্ভাব নিয়ন্ত্রণে ১৮ ই মার্চ থেকে শুরু হওয়া মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) এবং রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) নিয়ন্ত্রণ আদেশ লকডাউন চলাকালীন সময়ে মোট ৫৯৫১ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এর মধ্যে ২৭৯ জন বাংলাদেশী অবৈধ অভিবাসী রয়েছেন।দেশটির ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথভাবে ৪৩০১ টি অভিযান পরিচালনা করে এসময় ৬৮,০৩৩ জন অভিবাসীকে চেক করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।গ্রেফতারকৃত সকলকে দেশটির বিভিন্ন ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে আটক রাখা হয়েছে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছে।
আটককৃতদের মধ্যে ২৭৯ জন বাংলাদেশি , ইন্দোনেশিয়ার ৪১১০ জন, থাইল্যান্ড ৬৩৭ জন, পাকিস্তান ৩৮০ জন, চায়না ৭৩ জন, ভারত২৬ জন,শ্রীলঙ্কা ১১ জন এবং বাকি ৪৪ জন বিভিন্ন দেশের নাগরিক ।
প্রতিবেদনে আরো বিস্তারিত বলা হয়েছে, ১৮ ই মার্চ থেকে পহেলা জুলাই পর্যন্ত লকডাউন চলাকালীন সময়ে উপরোক্ত অবৈধ অভিবাসীদের আটক করা হয়েছে এবং তাদের প্রত্যেক কে আটকের আদালতে সোপর্দ করার পর জেল হাজতে পাঠানো হয়েছে। তারা নিদিষ্ট সময় সাজা ভোগ করার শেষে নিজ নিজ ফেরত পাঠানো হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে যে অবৈধ অভিবাসী ও বিভিন্ন কারণে আটক ডিটেনশন ক্যাম্পেও অভিবাসীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে তাদের সরকারি ব্যাবস্থাপনায় চিকিৎসা দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, দেশটিতে এখন করোনা ভাইরাস সংক্রমন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। সরকার তার সময়োপযোগী সঠিক ব্যাবস্থাপনার কারনে জনগণের কাছে প্রশংসিত হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মোট ১২১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এবং গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন রোগী মারা যাননি।
এখন পর্যন্ত মালয়েশিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোন বাংলাদেশী প্রবাসী মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।