মালয়েশিয়ায় নির্মিত সংগীতশিল্পী আকাশ সেনের মিউজিক ভিডিও ইউটিউবে মুক্তি

ঝাঁক জমক ও আনন্দঘন মুহূত্বের মধ্যে দিয়ে গত ২৯ জুলাই বুধবার মালয়েশিয়া সময় রাত ০৮ টা বাংলাদেশ সময় সন্ধ্যা ০৬ টা নরসিংদী প্রবাস বাংলা (এনপিবি মিডিয়ার) ব্যানারে নির্মিত বিগ বাজেটের দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেনের গাওয়া এবং তার সুর ও সংগীতে চমৎকার একটি গান মুক্তি পেয়েছে।আর এই গানটি মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গেই ইউটিউবে মালয়েশিয়া প্রবাসীরা বাংলাদেশিরা এই গানটি দারুণ উপভোগ করছেন।

বিগ বাজেটের এই মিউজিক ভিডিওটি মালয়েশিয়া মনোরম লোকেশনে সিনেমেটিক স্টাইলে শুট করা হয়েছে।মালয়েশিয়া মনোমুগ্ধকর দুইটি জায়গা বারজায়া হিল , ফ্রেজার হিল রয়েছে।মালায়শিয়া স্বনামধন্য কোম্পানি লায়ন পিকচার্স টিম মালায়শিয়া মনোমুগ্ধকর জায়গাগুলি টানা ৩ দিন ক্যামেরা বন্ধী করেন।
মিউজিক ভিডিও প্রসঙ্গে নরসিংদীর কৃতি সন্তান মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ হৃদয় এনটিভি অনলাইনকে বলেন, বাংলাদেশের কতিপয় প্রবাসী সুর্য সন্তানরা দেশের বাইরে আমাকে বিভিন্ন উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়েছে। তাদের ভালোবাসায় মালয়েশিয়ায় নির্মিত বিগ বাজেটের কাজটি করতে সক্ষম হয়েছি। বিগ বাজেটের এই মিউজিক ভিডিওটি যা আয় হবে অসহায় মানুষের কল্যানে ব্যায় করা হবে।
মালয়েশিয়া এফটিএমএস শিক্ষার্থী ,ডান্স কোরিওগ্রাফার তাহসিন পারভীন তাসিকা এনটিভি অনলাইনকে বলেন, দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী আকাশ সেন দেশের ন্যায় প্রবাসে জনপ্রিয়।প্রবাসে তার গান সবার মুখে মুখে।সত্যি দাদার গানে মিউজিক ভিডিওটি কাজ করতে পেরে খুব ভালো লাগলো। আমরা সবাই নতুন তবে এই কাজের মাধ্যমে অনেক অভিজ্ঞতা অর্জিত হয়েছে। তার পরও বলবো কাজটি অনেক ভালো হয়েছে। আশা করি দর্শক পছন্দ করবে।
গানটি লিখছেন কাতার প্রবাসী ব্যাবসায়ী জসিম উদ্দিন আকাশ।সার্বিক সহযোগিতায় এনপিবি মিডিয়ার হৃদয় মিয়া,মাফিজুল ইসলাম (রিয়াদ),শাহজালাল আলম (সাজু),খাজা সেলিম,জসিম উদ্দিন (আকাশ) ,সাখাওয়াত হোসেন (রুবেল) সহ মালশিয়াস্ত শ্রীলঙ্কান ফিল্ম প্রডাকশন লায়ন পিকচার্স সদস্যবৃন্দ।