মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক নিয়োগ-পরিসংখ্যানের জন্য বিশেষ কমিটি

মালয়েশিয়ায় কর্মরত নিবন্ধিত সকল অভিবাসী শ্রমিক কর্মচারীদের সঠিক পরিসংখ্যান তৈরি ও দেশটিতে নতুন করে ৩টি খাতে অভিবাসী কর্মী নিয়োগের সম্ভাব্যতা যাচাই করতে মানবসম্পদ মন্ত্রণালয়কে একটি বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তান সেরী মুহিউদ্দিন ইয়াসিন। খবর, স্টার অনলাইন।
বুধবার দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতোক সেরী এম সারাভানান এক বিবৃতিতে বলেন, বর্তমান পরিসংখ্যান পদ্ধতিটির আওতায় দেশে কর্মরত বৈধ ও অবৈধ অভিবাসী শ্রমিকের সঠিক সংখ্যা জানা সম্ভব হয়নি। তাই এ ধরনের একটি বিশেষ কমিটি গঠনের প্রয়োজন রয়েছে।
বিবৃতিতে তিনি বলেন, বিদেশি কর্মীদের সঠিক পরিসংখ্যান তৈরির লক্ষ্যে কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রী সিনিয়র একজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। যাতে করে পরবর্তী বছরে নতুন শ্রমিক নিয়োগ, তাদের কর্মসংস্থান সঠিক ভাবে বিন্যাস করা যায়। দেশিয় কর্মীদের আগে কর্মসংস্থান নিশ্চিতের পর অবশিষ্ট কৌঠায় বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়ার বিষয়টি ব্যবস্থাপনা করা হবে।
মানবসম্পদ মন্ত্রী বলেন, এখন পর্যন্ত নিবন্ধিত বিদেশি কর্মীদের সঠিক পরিসংখ্যান ঠিক কত তা নির্ধারণ করা সম্ভব হয়নি। বিভিন্ন উৎপাদন খাতে স্থানীয় নাগরিকের কৌঠা পূরণের পর আবেদন করা হলে বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হবে। তবে মালয়েশিয়া বিদেশি শ্রমিক হ্রাস করার নীতি অনুসরণ করছে।
তিনি বলেন, আমরা আগামী বছরের প্রথম দিকে ৩টি সেক্টরে নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগের ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেব। তার আগেই আমরা স্থানীয় সংকট কাটিয়ে উঠতে পারবো।