মালয়েশিয়ায় ২ শতাধিক বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসি বিরোধী অভিযান চালিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৩২৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন। আটকৃতদের মধ্যে ২০৪ জন বাংলাদেশি। বাকিরা ইন্দোনেশিয়া, মিয়ানমার ও ভারতের নাগরিক।
শুক্রবার (১৯ মার্চ) গভীর রাতে রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র জালান ইম্বি’র ৩টি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অভিযান সম্পর্কে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক সেরি ডক্টর ইসমাইল মোহাম্মাদ বলেন, এ অভিযানে ইমিগ্রেশনের ১৮৫ কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনীর ৫ জন অংশ নেন। আটককৃতদের বয়স ২৪ থেকে ৬৩ বছরের মধ্যে। তাদের সবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে। একই সঙ্গে কাগজপত্র যাচাই-বাছাই করা হবে।
একসঙ্গে থাকা এসব শ্রমিকদের থাকার জায়গা সরকারের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী করা হয়েছে কি না- তা নিয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। আটককৃতদের তদন্তের জন্য বুকিত জলিলের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশনের ১৯৬৩ সালের করা আইনের ১৯৫৯/৬৩ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।