মালয়েশিয়া প্রবাসী শ্রোতাদের নজরে রনির প্রথম মৌলিক গান

'তোমায় ভালো লাগে বলে' শিরোনামে প্রথম মৌলিক গান গেয়েছেন রনি মাসুদ। গানের কথাসহ সুরও করেছেন তরুণ এই সংগীত শিল্পী। সঙ্গীত পরিচালনা করেছেন সাজিন আহমেদ ও রাশিদ শাহরিয়ার রিয়াদ।
নিজের প্রথম মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত রনি মাসুদ এনটিভি অনলাইনকে বলেন, 'তোমায় ভালো লাগে বলে' এই গানটা আমার ভীষন প্রিয় একটা গান। শুধু আমার প্রথম গান বলেই না, এই গান এর প্রতিটি কথা এবং সুরের সাথে আমার ব্যক্তিগত কিছু আবেগ জড়িত। জানিনা কতটা ভালো গাইতে পেরেছি, তবে সর্বোচ্চ চেষ্টা করেছি। আর এখন পর্যন্ত যতটুকু সাপোর্ট এবং সাড়া পেয়েছি তাতে মনে হচ্ছে গানটা কিছুটা হলেও আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।এটাই আমার সার্থকতা একজন নতুন শিল্পী হিসেবে।
তিনি বলেন, 'অনেকেই আমার পরবর্তী গান নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন। খুব শীগ্রই 'আয়োজন' শিরোনামে আমার আরো একটি নতুন গান মুক্তি পেতে যাচ্ছে। যদি আমার প্রথম গানটি এতটুকুও ভালো লেগে থাকে, আশা করি পরের গানগুলোও ভালো লাগবে। দোয়া রাখবেন, যাতে ভবিষ্যতে আরো কিছু ভালো গান আপনাদের উপহার দিতে পারি। আশা রাখি, সবসময় আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা পাবো যাতে এমন একটা কঠিন প্লাটফর্মে নিজেকে প্রকাশ করতে পারি এই বিদেশের মাটিতে থেকেও'।
মাসুদ আরও বলেন, 'খুব ছোটবেলা থেকেই গানের প্রতি আমার অন্যরকম ভালোলাগা কাজ করতো। তাই গান শোনার সাথে সাথে গাইতেও চেষ্টা করতাম। যদিও প্রফেশনালী গান করার প্ল্যান কখনোই ছিল না। মালয়েশিয়াতে এসে প্রথমে স্ট্যাজে গান করেছিলাম বিভিন্ন প্রোগ্রামে। তখন থেকেই মনে মনে একটা ইচ্ছা পুষে রেখেছিলাম নিজের একটা মৌলিক গান করার।
ইল্যুশন পিকচার্স বিডি এর প্রযোজনায় গানটির পরিচালনায় ও সম্পাদনায় ছিলেন তরুণ পরিচালক সাঈদ হক। গানটি হক ষ্টুডিও এর ব্যানারে মুক্তি পেয়েছে।
উল্লেখ্য যে, রনি মাসুদ বর্তমানে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি গানের প্রতি তার আগ্রহ এবং ভালোবাসা থেকেই গান রেকর্ড করার সিদ্ধান্ত নেন। তিনি আরও গান দিয়ে শ্রোতাদেরকে ভালো কিছু মুহূর্ত উপহার দিতে চান।