বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান

মালয়েশিয়ায় প্রস্তাবিত আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) কুয়ালালামপুরে চৌকিটের স্থানীয় একটি হোটেলে দোয়া ও আলোচনার মধ্যে দিয়ে কেক কেটে দিবসটি উদযাপন শুরু হয়।
মালয়েশিয়া আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ আর মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএম রাসেল, অনিক আমিন, ফারুক মিয়া, আরজু, আবির হোসেন, সবুজ, বাবু ,তারেক প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাব্বি হোসেন, এইচএম জিলন ,মোরশেদ আলম, মোহাম্মদ মহসিন ,সুমন।
সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আরোও বলেন জাতির পিতার আজীবন সংগ্রামের ফল হিসেবেই আজকের বাংলাদেশের শিশুরা একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ লাভ করেছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন, জাতি বিনির্মাণ ও সদ্য স্বাধীন দেশের আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন তারা ।
জন্মদিনে শুভেচ্ছা ও বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।