মালয়েশিয়ায় উই গ্লোবাল চ্যাপ্টারের ঈদ পুনর্মিলনী

উইমেন্স এন্ড ই-কমার্স ট্রাস্ট উই মালয়েশিয়ায় উই গ্লোবাল চ্যাপ্টারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জুন) রাজধানী কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে প্রবাসী নারী উদ্যোক্তাদের নিয়ে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এই সময় মালয়েশিয়া নারী উদ্যোক্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)এর মালয়েশিয়ার প্রধান পাপিয়া আক্তার।

এই সময় উপস্থিত ছিলেন টি-জেড কেটারার কো-হেড : তিয়াশা কাবেজ, ফুড এন্ড কুজিন কো-অর্ডিনেটর : সাদিয়া জাহান অয়ন, ড্রিম কিচেন ৮১
কো-অর্ডিনেটর রেজওয়ানা আহমেদ সোনিয়া, ফুড এক্সপ্রেস কো-অর্ডিনেটর, আইরিন আক্তার ,কেমব্রিজ কারিকুলাম এ স্কুল "এবামার মাইন্ড এনরিচমেন্ট সেন্টার" ফৌজিয়া সুলতানা

এছাড়াও আরও উপস্থিত ছিলেন উই মেম্বার কৃপা ইসলাম,ইভা রহমান।ঈদের দীর্ধদিন পর সকল নারী উদ্যোক্তারা একত্রিত হতে পেরে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পাপিয়া।