মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল বাদাবী

মারা গেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল বাদাবী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৪ এপ্রিল) কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ৮৫ বছর বয়সে মারা যান দেশটির পঞ্চম এই প্রধানমন্ত্রী।
এই রাষ্ট্রনায়কের মৃত্যুর খবরটি একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তার জামাতা খাইরি জামালুদ্দিন।
তিনি লেখেন, আল্লাহ তার আত্মার শান্তি দান করুন এবং তাকে সৎকর্মশীলদের মধ্যে স্থান দিন। পেনাংয়ের বায়ান লেপাসে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন আব্দুল্লাহ আল বাদাবী। ডা. মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
সাবেক এই প্রধানমন্ত্রী বাদাবী আব্দুল্লাহ এক দশকের বেশি সময় ধরে সরকারি চাকরিতে ছিলেন, এরপর রাজনীতিতে আসেন। ১৯৭৮ সালে তিনি কেপালা বাতাস আসনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তী তিন দশকেরও বেশি সময় এই আসনে প্রতিনিধিত্ব করেন।
১৯৮০ সালে প্রধানমন্ত্রী হুসেইন ওননের আমলে তিনি ফেডারেল টেরিটরিজ উপমন্ত্রী নিযুক্ত হন। হুসেইন পদত্যাগ করার পর, মাহাথিরের প্রথম মন্ত্রিসভায় তিনি প্রধানমন্ত্রীর দফতরের মন্ত্রী হন।
এরপর তিনি শিক্ষা, প্রতিরক্ষা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও অর্থনীতি মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
প্রধানমন্ত্রী থাকাকালে জাতীয় মানব মূলধন নীতি চালু করার পর তিনি মালয়েশিয়ার ‘মানব মূলধন উন্নয়নের জনক’ উপাধি অর্জন করেন।
সাম্প্রতিক বছরগুলোতে ডিমেনশিয়ার কারণে আবদুল্লাহর স্বাস্থ্যের অবনতি হচ্ছিল, যা তার পরিবারের সদস্যদের নামসহ তার স্মৃতিশক্তিকে প্রভাবিত করেছিল।
তিনি তার স্ত্রী জিন আবদুল্লাহ এবং দুই সন্তান, নুরি এবং কামালউদ্দিনকে রেখে গেছেন।