জমে উঠেছে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কোরবানি পশুর হাট
মধ্যপ্রাচ্যের দেশ মালয়েশিয়াতে ও জমে উঠেছে কোরবানির পশুর হাট। নিজেদের সাধ্যমতো কিনছেন কোরবানির পশু। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও নিচ্ছেন কোরবানির প্রস্তুতি।
মালয়েশিয়া নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসী মুসলিম ও বাংলাদেশিরা পরিবার বন্ধু-বান্ধব মিলে শরিক হয়ে কোরবানি দিয়ে থাকেন। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে গরু। কেউ আবার এককভাবে ভেড়া বা খাসি কোরবানি দিয়ে থাকে।
কোরবানি ঈদকে সামনে রেখে এক মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী কুরবান কার্নিভাল নামে গরুর হাট বাজার শুরু করেছে। কুয়ালালামপুরের অদূরে প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার গত ১১ জুন বুকিত ডুগ্যাং এসজি মেরাব পারকামপুংগান ওরাং আসলীতে উদ্ভোধন করা হয়। এই হাটবাজার ১৭ জুন শেষ হবে।
তবে মালয়েশিয়া পশুর হাটে বাংলাদেশের মতো ভিড় হয় না। ক্রেতারা গাড়ি নিয়ে এসে পশুর হাটগুলোতে ঘুরে পছন্দের পশু কিনে নিয়ে যান। তবে সরেজমিনে দেখা যায়, এই হাটবাজারে প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। যা একেকটি গরু বাংলাদেশের বাজার মূল্য ৪থেকে ৫লক্ষ টাকা মূল্য।
ইতিমধ্যে স্থানীয়দের পাশাপাশি অনেক প্রবাসী বাংলাদেশিরাও এখান থেকে গরু ক্রয় করেছেন। বাংলাদেশি এমন বাজার থেকে খুশি মালয়েশিয়া প্রবাসী এক বাংলাদেশী ফ্যামিলি। এখানে পশু জবাইয়ের জন্য নির্দিষ্ট স্থান রয়েছে। এর বাইরে পশু জবাই করা বেআইনি। প্রবাসী বাংলাদেশিরা যারা কোরবানির জন্য গরু কিনতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন -+6016-5173858/+6011-63935277