নেপালে শুরু হচ্ছে দুই বাংলার সুন্দরী প্রতিযোগিতা 'বর্ষা সুন্দরী' সিজন-৪ 'অপরূপা'

প্রতি বছরের ন্যায় আবারও নেপালে শুরু হচ্ছে দুই বাংলার গ্ল্যামার প্রতিযোগিতা 'বর্ষা সুন্দরী' সিজন-৪ 'অপরূপা'। ইতোমধ্যে শুরু হয়েছে এর বাছাই পর্ব।
আগামী (১৯ এপ্রিল) শনিবার নেপালের কাঠমুন্ডুর পাঁচতারকা হোটেল ইয়াক এন্ড ইয়াকি শুরু হবে 'বর্ষা সুন্দরী' সিজন-৪ 'অপরূপা ফাইনাল রাউন্ড।
বিচারক হিসাবে থাকছেন আশির দশকে ‘রাম তেরি গঙ্গা মইলি’ তে রাজ কাপুরের বিপরীতে অভিনয় করা বলিউড অভিনেত্রী মন্দাকিনী, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস, কলকাতার জনপ্রিয় চিত্রনায়ক বনি সেন গুপ্ত ওনীল ভরট্টচার্য্যসহ আরও অনেকে। অনুষ্ঠানে ড্যান্স পারফর্ম করবেন দেশ বিদেশের একঝাঁক নৃত্যশিল্পী।
আয়োজক সুকান্ত সুমন, শর্মিষ্ঠা ঘোষ ও সাকিব সনেট জানান, প্রতি বছর আমরা এই আয়োজনটা করে থাকি। এবার আমাদের চতুর্থ আসর। এবারের আসরে অনেক চমক থাকছে।
সুকান্ত সুমন আরও জানান বাঙালি ললনার সৌন্দর্যে এক মাধুর্যময় শব্দ 'অপরূপা'- এবার ছাড়িয়ে যাবে আগের তিন সিজনকে এমন প্রত্যাশা তার। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের অসংখ্য তরুণীর জন্য নিজেদের তুলে ধরার প্ল্যাটফর্ম বর্ষা সুন্দরী- সিজন-৪। তাই এর নামকরণ করা হয়েছে অপরূপা।
তাছাড়া সাংবাদিকতা, মানবাধিকার, সমাজসেবা ও শিক্ষা খাতে অবদান এবং সাংগঠনিক দক্ষতাও দেশ বরণ্য চলচ্চিত্রকার, সেরা অভিনেতা ও অভিনেতাদের স্বীকৃতিস্বরূপ এ বছর জিনিয়াস অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
বর্ষা সুন্দরীর 'অপরূপা'র মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভি।