মালয়েশিয়ায় স্বদেশীর হাতে খুন হওয়া বাংলাদেশির পরিচয় মিলেছে

মালয়েশিয়ায় নর্দমায় পাওয়া সেই বাংলাদেশি যুবকের গলিত লাশের পরিচয় মিলেছে। তিনি শরীয়তপুর সদরের বিনোদপুর ইউনিয়নের আবদুল গনি কাজীর ছেলে রাজীব কাজী (২৯)।
গতকাল(৫ জানুয়ারি) শুক্রবার দেশটির পেনাং শহরের পার্শ্ববর্তী জুরু সিম্পাং আম্পাতের জেরেরিনিন ইন্ডাস্ট্রিয়াল পার্কের পাশে ড্রেনে সিমেন্টে আটকানো অবস্থায় বাাংলাদেশি নাগরিক মোহাম্মদ রাজিব মিয়া (২৯) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের কাছে স্বদেশীকে হত্যা করার কথা স্বীকার করেছে ঐ বাংলাদেশি।
স্থানীয় পুলিশ জানায়, এ হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে এবং এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ সচেষ্ট থাকবে। হত্যাকারীর পরিচয় পাওয়ায় রহস্যে উন্মোচিত হবে মনে করেন তিনি।
৩৮ বছর বয়সী ঐ কারখানার বিক্রয় ব্যবস্থাপক জানান, শুক্রবার দুপুর দেড়টায় তার কর্মচারীর মৃতদেহটি কারখানার পাশ্ববর্তী ড্রেনে পোকা এবং দুর্গন্ধের কারণে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
প্রসঙ্গত পুলিশ ঘটনাস্থলে এসে নর্দমা থেকে ওই বাংলাদেশির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় সেবেরাং জায়া হাসপাতালে পাঠান এবং এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।