স্বপ্নের প্রবাস যখন বনবাস
প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পেছনে থাকে অনেক গল্প। কেউ হয়তো কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন, আবার কেউ সারা জীবন কাটিয়ে দেন প্রবাসে। এ জীবন কারো জন্য সুখের, কারো জন্য দুঃখের। দেশ থেকে মানুষ বিদেশ যায় দেশের মানুষ গুলোকে ভালো ও আনন্দে রাখার জন্য। তেমনি একজন মালয়েশিয়া প্রবাসী আবু জাফরের জীবনের গল্প বলছেন এনটিভি অনলাইনের কাছে। তুলে ধরেছেন প্রবাসের আনন্দ ও কষ্টের কথা।
চাঁদপুর হাজিগঞ্জের বাসিন্দা আবুল কালামের ছেলে আবু জাফর। বেড়ে উঠা চাঁদপুরেই । দেশের এই স্বাচ্ছন্দ্যময় জীবন রেখে ২২ বছর বয়সে জাফর রুজির খোঁজে পাড়ি জমান মালয়েশিয়াতে। সেখানে খুব অল্প সময়েই পেয়ে যান চাকরি। চাকুরির পাশাপাশি নিজেই সেখানে একটু মোবাইল ফোনের শোরুম দেন।
সুখে শান্তিতে মালয়েশিয়াকে মনে হয়েছে তার স্বপ্নের প্রবাস। কিন্তু হ্যা সেই সুখ শান্তি তার দীর্ঘদিন স্থায়ী হয়নি। আবু জাফরের জীবনে নেমে এসেছে অন্ধকারে ঘনাঘটা।
আবু জাফরের সাথে কথা বললে তিনি এনটিভি অনলাইনকে জানান, 'খুব ভালো ভাবে জীবনযাপন করতেছিলাম মালয়েশিয়ায়। ভালো মানের চাকরি করতাম। নিজস্ব একটা মোবাইল শো-রুম ছিলো কিন্তু তা বেশিদিন সহ্য হলো না প্রবাসী স্থানীয় বাংলাদেশিদের। তারা আমার নামে মিথ্যা প্রহসন মুলক মামলা করে।
সেই মামলায় আদলত আমাকে ৫ দিনের রিমান্ড দিয়ে জেলে দেয়। মালয়েশিয়ার জেল যে কি ভয়ানক তা বোলে বোঝানো সম্ভব নয়। আমি মনে করি পৃথিবীর ভিতর সবচেয়ে খারাপ জেল মালয়েশিয়ার জেল। সেখানে আমি অমানুষিক টর্চারের স্বীকার হই। দীর্ঘ আট মাস জেল খাটার পর আমি নির্দোষ প্রমানিত হয়ে চলে আসি আমার মাতৃভূমি বাংলাদেশে।
মালয়েশিয়া পুলিশ আমার ভিসা বাতিল করেছে। স্বপ্নের প্রবাস এখন আমার কাছে বনবাসের মতো। দেশ থেকে একটা মানুষ সুস্থ অবস্থায় বিদেশে গেল ঠিকই সে মানুষটা বিদেশ থেকে অসুস্থ অবস্থায় ফিরে আসে দেশে। তখন তার প্রিয় মানুষ গুলোর কষ্ট হয় কিন্তু প্রিয় মানুষ ছাড়া বাইরের কোনো মানুষের কষ্টের লেশমাত্র হয় না।
কেননা সে মানুষটা তো শুধু তার আপন মানুষ গুলোর জন্যই কষ্ট করছে। তা ভুল, সে মানুষটা কষ্ট করছে একটি দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের বিশ কোটি জীবনের জন্য, জীবনগুলোর বেঁচে থাকার জন্য। কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে মালয়েশিয়া প্রবাসি আবু জাফর আজ জীবন যাপন করছে খুবই দুর্বিষহ ভাবে। তিনি আরো বলেন, ' আমি চাকরি হারিয়ে এখন দিশেহারা। আমার এখন একটা চাকরির খুব প্রয়োজন।আমি ভালো ড্রাইভিং জানি। আমাকে দেশে যদি কেও একজন ড্রাইভিং এর চাকরি দেয়। আমার জন্য খুব উপকার হবে।'