মালয়েশিয়ায় করোনায় বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধার মৃত্যু
মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ আলমগীর হোসেন (৩৩) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুয়ালালামপুরের আমপাং হাসপাতালে মারা যান।
মালয়েশিয়া প্রবাসী আলিফ সরকার এনটিভি অনলাইনকে জানান, মোহাম্মদ আলমগীর দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার সেলাঙ্গরে বসবাস করে আসছেন। ২০১১ সালে তিনি মালয়েশিয়ায় আসেন। চার ভাই-বোনের মধ্যে আলমগীর সবার বড়। বাড়িতে তাঁর ১০ বছরের একটা মেয়ে রয়েছে। আলমগীর কুমিল্লার দাউদকান্দি উপজেলার চক্রতলার গ্রামের মোহাম্মদ আজগর আলীর বড় ছেলে।