মালয়েশিয়ায় উইমেন্স এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উইমেন্স এন্ড ই-কমার্স ট্রাস্ট (উই) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্লোবাল চ্যাপ্টার উই মালয়েশিয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (৩০ অক্টোবর) দুপরে কুয়ালালামপুরের শাহআলমে স্থানীয় একটি হলরুমে মালয়েশিয়া সফল নারী উদ্যোক্তাদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এই সময় মালয়েশিয়া নারী উদ্যোক্তাদের নিয়ে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)-এর মালয়েশিয়ার প্রধান পাপিয়া আক্তার।
উই মালয়েশিয়ার কো-হেড তিয়াশা কাবেজের অনুষ্ঠান পরিচালনায় পাপিয়া আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর সাদিয়া জাহান অয়ন, রেজওয়ানা আহমেদ সোনিয়া, আইরিন আক্তার, নাদিয়া শারমিন বহ্নি, ফৌজিয়া সুলতানা, রেবেকা সুলতানা, রাশিদা আক্তার, ফাতেহা নাজনীন, ইভা রহমান, কৃপা ইসলাম, মুক্তা খাতুন মাহমুদা, মুনিরা আক্তার, হোসনে আরা বৃষ্টিসহ আরও অনেক নারী উদ্যোক্তা।

সভায় নারী উদ্যোক্তারা বলেন দেশীয় পণ্য নিয়ে যেসব ব্যক্তি, প্রতিষ্ঠান ও গ্রুপ কাজ করছে, তার মধ্যে সবচেয়ে বড় নারী ই-কমার্স উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম হলো উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)। ফেসবুকভিত্তিক এ গ্রুপটি সবাইকে তাক লাগিয়ে প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছে।২০১৭ সালে উই-কে নিয়ে পথচলা শুরু। এখন গ্রুপটির সদস্য ১৩ লাখ। এর মধ্যে উই প্ল্যাটফর্ম থেকে লাখপতি বের হয়েছে; এখন মিলিওনেয়ার তৈরি হচ্ছে।প্রবাসেও নারীরা এগিয়ে যাচ্ছে। সেই সাথে মালয়েশিয়া নারী উদ্যোক্তারা তাদের এই সাফল্যের জন্য এই উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার কৃতজ্ঞরা প্রকাশ করেন।