মালয়েশিয়ায় হ্যাপি ট্রিপ ট্রাভেল অ্যান্ড ট্যুরসের উদ্বোধন

প্রবাসীদের ন্যায্যমুল্যে বিমান টিকিট ক্রয়ের নিশ্চয়তা নিয়ে মালয়েশিয়ায় যাত্রা শুরু করলো হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস।
রবিবার (০৯ জানুয়ারী) রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশী অধ্যুষিত এলাকা কোতারায়ায় এর শুভ উদ্বোধন করা হয়।

ট্রাভেলটি শুভ উদ্ভোধন করেন ট্রাভেল এজেন্সির স্বত্ত্বাধীকারি মুন্সিগঞ্জ বিক্রমপুরের কৃতি সন্তান এস এম মোয়াজ্জেম হোসেন নিপু ও তার সহধর্মিনী সানা বিউটির পরিচালক সানা বিনতে রহমান।
এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় পরিচালক হাবিবাসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় এসএম মোয়াজ্জেম হোসেন নিপু বলেন, বাংলাদেশি প্রবাসীদের অগ্রাধিকারের ভিত্তিতে সহজ ও সঠিক সেবা দেওয়াই আমাদের উদ্দেশ্য।
উদ্বোধনের আগে প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে হ্যাপি ট্রিপ ট্রাভেল এজেন্সির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।