মালয়েশিয়ায় সুপার সাকুরা কোম্পানির ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মালয়েশিয়া স্বনামধন্য কোম্পানি সুপার সাকুরা এসডিএন বিএইচডি।
শনিবার (২২ মার্চ) রাজধানী কুয়ালালামপুরের জালান কেলাং লামার পাঁচ তারকা হোটেল পিয়ারল পয়েন্ট বলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সুপার সাকুরা এসডিএন বিএইচডির ম্যানেজিং ডিরেক্টর ঢাকার ধামরাইর কৃতিসন্তান মোঃ আনোয়ারের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসাবে ইসলামিক আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। বিশেষ আলোচক ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মিসবাহ উদ্দিন।
এই সময় কোম্পানির জেনারেল ম্যানেজার তাহমিনা আক্তার যুথিসহ কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে কোম্পানির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়। সবশেষে রেফেল ড্র পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।