এবিএম শাহজাহান ও লায়ন শেখ ফরিদ উদ্দিনকে মালয়েশিয়ায় সংবর্ধনা

গণপ্রজামন্ত্রী বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব এবিএম শাহজাহান ও বৃহত্তর কুমিল্লা যুব সমিতির সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক, লায়ন শেখ ফরিদ উদ্দিনের মালয়েশিয়া শুভাগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ বৃহত্তর কুমিল্লা প্রবাসীবৃন্দ।
সোমবার (২১ জুলাই) কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের রেস্টুরেন্ট তাজ-এ সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে মালয়েশিয়ায় ড. মোশাররফ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাবুর সঞ্ছালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা কুমিল্লা সমিতির নির্বাহী সদস্য মোঃ জালাল উদ্দিন ভূঁইয়া ও মালয়েশিয়া বিশিষ্ট ব্যবসায়ী দাতোশ্রী শাহজালাল প্রমুখ।
এই সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, প্রচার সম্পাদক এসএম বশির আলম,মালয়েশিয়া যুবদলের যুগ্নসাধারণ সম্পদক মোঃ রমজান আলী,যুবনেতা জসিম উদ্দিন ও আলী শরীফ সহ মালয়েশিয়া কুমিল্লা প্রবাসী বৃন্দ।
পরে এবিএম শাহজাহান ও লায়ন শেখ ফরিদ উদ্দিনকে ফুল দিয়ে বরণ করেন নেন মালয়েশিয়াস্থ বৃহত্তর কুমিল্লা প্রবাসীবৃন্দ।
আলোচনার শুরুতেই মুসলিম উম্মাহ সুখ শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।