মালয়েশিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে টি-২০ টুর্নামেন্ট

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে এক ব্যতিক্রমধর্মী টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা- ‘বিডি এক্সপ্যাট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’। টুর্নামেন্টে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের ১২টি দল অংশগ্রহণ করবে।
শুক্রবার (২৫ জুলাই) কুয়ালালামপুরের ইয়াহালা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেস-এর সভাপতি মোঃ সাইফ উদ্দিন।
তিনি জানান, টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মমিনুল হক পুরো টুর্নামেন্টজুড়ে উপস্থিত থাকবেন প্রবাসী খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজন সফল করতে ইতোমধ্যে পুরো প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটির আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামিম আহসান।
টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে মালয়েশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিডি স্পোর্টস। এমসিএ’র পরামর্শে আন্তর্জাতিক মানসম্পন্ন তিনটি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। সব ম্যাচ পরিচালনা করবেন মালয়েশিয়ার অভিজ্ঞ ও আইসিসি অনুমোদিত আম্পায়াররা।
চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে ৩,৫০০ রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৫ হাজার টাকার প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রফি। রানারআপ দলের জন্য ঘোষণা করা হয়েছে ২,০০০ রিঙ্গিত যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ হাজার টাকার পুরস্কার ও রানারআপ ট্রফি। প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড় এবং পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্যও থাকছে বিশেষ পুরস্কার।
টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের আগামী ১৫ আগস্ট-এর মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
খেলাপ্রেমী দর্শকদের জন্য রয়েছে মাঠে বিনামূল্যে খেলা উপভোগের সুযোগ। যারা মাঠে আসতে পারবেন না, তাদের জন্য প্রতিটি খেলা ফেসবুক ও ইউটিউব-এ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।