মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবে'র অমর একুশে উদযাপন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়া।
স্থানীয় সময় রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদেরের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়ার সভাপতি ও আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম রতন, সহসভাপতি ও এনটিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ওআইসিটুডের হেড অব মিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ সাঈদ হক, সাহিত্য-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ইউনিভার্সিটি মালায়ার পিএইচডি শিক্ষার্থী জিনাত তাবাসসুম, সংগঠনের সদস্য ও এসএ টিভির মালয়েশিয়া প্রতিনিধি বাপ্পি কুমার দাস, রেড লাইভের কর্ণধার তাহমিনা বারি রিনি, প্রবাসী ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৫২ সালে পাকিস্তান সরকারে রক্তচক্ষু উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে নেমে পড়ে। যার ফলে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছি। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর আত্মদানের বিনিময়ে মাতৃভাষা বাংলা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছিল। এ আন্দোলনের বাস্তব শিক্ষা এবং মূল ইতিহাস জাতির কাছে তুলে ধরতে হবে।
একইসঙ্গে প্রবাসে বসবাসরত বাঙালীরা যেভাবে নিজের মাতৃভাষাকে টিকিয়ে রাখতে শত ব্যস্ততার মাঝেও কাজ করে যাচ্ছেন তা প্রশংসার দাবি রাখে। আমাদের পরবর্তী প্রজন্ম বিশেষ করে প্রবাসে যাদের জন্ম ও বেড়ে ওঠা তাদেরকে নিজের ভাষা এবং দেশ সম্পর্কে ব্যাপক জ্ঞান দান করার উপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কমিউনিটিতে বাংলা শিক্ষা বিস্তারের জন্য সবার সম্মিলিত চেষ্টায় বাংলা স্কুল গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সকল ভাষা শহীদদের স্মরণে এবং মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ প্রবীণ সাংবাদিক রফিকুল ইসলামের রুহের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ হক।