বাংলাদেশে শিক্ষামেলা করবে মালয়েশিয়ার সেরা ৮টি বিশ্ববিদ্যালয়

উচ্চশিক্ষা অর্জনের স্বপ্নপূরণের পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গড়তে প্রতিবছর বহু বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ায় পাড়ি দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় দেশটিতে লেখাপড়ার নানা সুযোগ-সুবিধা সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের জানাতে এবার বাংলাদেশে শিক্ষামেলার আয়োজন করতে যাচ্ছে মালয়েশিয়ায় বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি সংক্রান্ত পরামর্শদাতা প্রতিষ্ঠান এনএসএস সলিউশন।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে ইউনিটেন পুত্রজায়ার অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে এনএসএস সলিউশন পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। মেলার আয়োজক এনএসএসের হেড অব মার্কেটিং সবুজ হোসেন বলেন, মালয়েশিয়ায় পড়াশোনা করার নানা সুযোগ-সুবিধা সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের জানাতে প্রথম শিক্ষামেলাটি বসবে চট্টগ্রামের হোটেল ওয়েল পার্কে। আগামী ২৭ ও ২৮ নভেম্বর দুদিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
এরপর ৩০ নভেম্বর যশোরে যাবির হোটেল ইন্টারন্যাশনালে দ্বিতীয় শিক্ষামেলা। এরপর ২ থেকে ৩ ডিসেম্বর ঢাকার হোটেল সেরিনায় মেলা অনুষ্ঠিত হবে। এসব মেলায় মালয়েশিয়ার খ্যাতনামা সব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে কথা বলার সুযোগ থাকবে।
পাশাপাশি থাকবে সার্ভিস চার্জ ছাড়াই স্পট অ্যাডমিশনের সুযোগ ও আইইএলটিএস ছাড়া তাৎক্ষণিক ভর্তির সুযোগও। স্কলারশিপের ব্যবস্থাও করবে বিশ্ববিদ্যালয়গুলো। এ ছাড়া ঢাকা টু কুয়ালালামপুর ফ্রি এয়ার টিকিট ও বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ফ্রি ল্যাপটপ।
এ ছাড়া শিক্ষার্থীরা মালয়েশিয়ায় পৌঁছানোর পর পাবেন বিনামূল্যে এক মাসের আবাসন সুবিধা। আগ্রহী শিক্ষার্থীরা www.thensss.com ভিজিট করেও মেলায় অংশগ্রহণ করতে পারবে অথবা https://forms.gle/mRdDb82rq4CVKtEn6 এই ফর্মটি ফিলাপ করেও মেলায় অংশগ্রহণ করতে পারবে।আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ মেলায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়।
মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীদের একটা বড় অংশ বাংলাদেশি। কম খরচে মানসম্পন্ন কোর্সের সুযোগ তৈরি হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের গন্তব্য এখন দেশটি। প্রতিবছর কয়েক হাজার শিক্ষার্থী বাংলাদেশ থেকে দেশটিতে পড়ার উদ্দেশ্যে আসেন। মূলত এ কারণেই সহজ শর্তে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো।
সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম), ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনাল (ইউনিটেন), এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ), ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি কুয়ালালামপুর (আইইউকেএল), মাল্টি মিডিয়া ইউনিভার্সিটি (এমএমইউ), ইউনিভার্সিটি অব সাইবারজায়া (ওইউসি), ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।