মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বাংলাদেশি স্টুডেন্টস' অরগানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) ও মাহসা রয়েল বেঙ্গল ক্লাবের যৌথ উদ্যোগে মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউএম) বনাম মাহসা বিশ্ববিদ্যালয় মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে আইআইইউএম ফুটবল ক্লাব ৭-০ গোলে মাহসা শিক্ষার্থীদের হারিয়ে শিরোপা জয় করে।এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

খেলা শুরুর আগে মাহসা ইন্টারন্যাশনাল অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রদত্ত শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি বলেন, বিদেশে আমাদের প্রবাসী শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন অনেক প্রশংসার দাবিদার। আশা করি দেশের সুনাম ধরে রাখতে শিক্ষার্থীদের এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যহত থাকবে।
মাহসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাতুল হক শাফিন ও রুবায়াত সিদ্দিক দিবা'র প্রাণবন্ত যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন বিএসওএম’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহসা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বশির ইবনে জাফর ও আরবিসি ক্লাবের সভাপতি কাজি লেয়ানা আফরোজ।
প্রীতি ফুটবল উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, বিএসওএম’র সেন্ট্রাল প্রেসিডেন্ট মুহা. আলামিন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে বিএসওএম ও রয়েল বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথির হাতে শুভেচ্ছা স্বারক তুলে দেন বিএসওএম মাহসা ইউনিট কমিটির প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিক ও আরবিসি প্রেসিডেন্ট কাজি লেয়ানা আফরোজ।
খেলা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিএসওএম’র প্রেসিডেন্ট মুহাম্মদ আলামিন সরকার ও সাধারণ সম্পাদক বশির ইবনে জাফর।