মালয়েশিয়ায় মুহাম্মদ সফিকুল ইসলামের পিএইচডি ডিগ্রি অর্জন

কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী ড.মুহাম্মদ সফিকুল ইসলাম মালয়েশিয়ার আই,কে,আই প্যারিস গ্র্যাজুয়েট স্কুল থেকে বিজনেস এডমিনিস্ট্রেশনে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) মালয়েশিয়ার প্যারিস গ্র্যাজুয়েট স্কুলের অডিটোরিয়ামে জমকালো সমাবর্তন অনুষ্ঠানে ইউনিভার্সিটি কতৃপক্ষ তাকে এই ডিগ্রি প্রদান করেন। এই সময় সমার্বতনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ওয়ান সুলায়মান বিন ওয়ান ইউসুফ। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকসহ মালয়েশিয়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ড. মুহাম্মদ সফিকুল বলেন, দীর্ঘ চার বছরের সাধনার পর আমি এই ডিগ্রি অর্জন করেছি, ব্যবসা এবং গবেষণাকে সমান্তরালে রেখে এতদূর আসা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিলো। আমি মুরাদনগর উপজেলার সন্তান তাই আমার এই অর্জন মুরাদনগর ও দেশবাসীকে উৎসর্গ করলাম।
ড.মুহাম্মদ সফিকুল ইসলাম মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের মৃত দুদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘ ৩০বছর যাবত মালয়েশিয়াতে ব্যবসা করে আসছেন। তার এই সাফল্যে গ্রামবাসী এবং আত্মীয় স্বজনরা এলাকায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করেন। জনসাধারনের মাঝে মিষ্টি বিতরণ করেন।