আন্তর্জাতিক নারী দিবসে প্রবাসী নারীদের মিলনমেলা
‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিডি এক্সপাট মালয়েশিয়ার ওমেন'স কোর, মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম) এবং ইউনেস্কোর আওতাভুক্ত ওডব্লিউএসডি এর যৌথ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় মালয়েশিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। স্থানীয় সময় রবিবার (১১ মার্চ) রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারে স্থানীয় ও প্রবাসের ৫০ জন নারীর সমন্বয়ে উদযাপন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ড. লুবনা আলমের সভাপতিত্বে পারিসা ইসলাম খানের অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর (রাজনৈতিক) কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান ফারহানা আহমেদ চৌধুরী।উক্ত আয়োজনে সমাজে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশী এক্সপাট নারী সহ মালয়েশিয়ার উল্লেখযোগ্য নারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় চ্যানেল এনটিভি।






















