সাবলীল ফুটবল খেলে আসা বাংলাদেশ শেষ ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না। দারুণ গতিময় ফুটবল খেলে মালয়েশিয়া ম্যাচের প্রায় পুরো সময় দাপট দেখালো। গ্যালারি ভর্তি দর্শকের সামনে হাই প্রেসিং ফুটবল খেলে স্বাগতিকরা দুই অর্ধে দুটি করে গোল করে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে।মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় মালয়েশিয়ার জাতীয় ফুটবল স্টেডিয়াম বুকিট জলিলে এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে লাল-সবুজ জার্সিধারীদের বড় ব্যবধানে হারিয়ে মূল পর্বের টিকিট পেয়েছে ই গ্রুপের বাছাইপর্বের স্বাগতিক মালয়েশিয়া।১৯৯৭ সালে বিশ্বকাপ বাছাই পর্বে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ২৫ বছর পর আবারও হারের তিক্ত স্বাদ নিতে হলো জামাল ভূঁইয়াদের।বাংলাদেশের খেলাটি শুরুতে মাতিয়ে রেখেছেন মালয়েশিয়া প্রবাসী ফুটবল প্রেমীরা।প্রবাসী দর্শকদের আত্মচিৎকারে পুরো গ্যালারি মুখরিত হয়ে উঠে।৭৩ মিনিটে স্বাগতিকরা চতুর্থ গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয়।হতাশ হয়ে পরে প্রবাসীরা। মাথা নিচু করে খেলার ২৫ মিনিট আগে দর্শকরা বের হয়ে আসে।তাতে মালয়েশিয়ার আনন্দের জোয়ারে ভেসে যাওয়ার বিপরীতে হতাশায় ডুবেছে বাংলাদেশি মালয়েশিয়া প্রবাসী ফুটবল সমর্থকরা। ছবিঃ ফেসবুক