মালয়েশিয়ায় একদল প্রবাসী বাংলাদেশিদের উদ্যেগে পালিত হয়েছে পয়লা ফাল্গুন। ১২ ফেব্রুয়ারি শনিবার কুয়ালালামপুরের অদূরে পোর্ট ডিকসন সমুদ্র সৈকতে এই আড্ডা জমে। এ আড্ডায় বসন্তের পোশাকে সজ্জিত হয়ে একে অপরের সঙ্গে আনন্দ বিনিময়ের পাশাপাশি দেশীয় খাবার পরিবেশন করা হয়। শিশু-কিশোর ও বড়দের জন্য ছিল ভিন্ন ভিন্ন আয়োজন। পোর্ট ডিকসন সমুদ্র সৈকতে হাজারও স্থানীয়দের সামনে গাওয়া হয়েছে আবহমান বাংলার সঙ্গীত। প্রবাসী নতুন প্রজন্ম ও স্থানীয়দের মাঝে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরাই ছিল আয়োজকদের মূল উদ্দেশ্য। ছবিঃ এনটিভি