বাংলা নববর্ষের উৎসব-আমেজে মেতে ওঠা বাঙালির হাজার বছরের ঐতিহ্য। ১৪৩০ বাংলাবর্ষকে বরণ করে নিতে মালয়েশিয়ায় আয়োজন করা হয় বৈশাখী মেলার। বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের উৎসব পহেলা বৈশাখকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এ মেলার আয়োজন।যেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী খুরশিদ আলম,দিলসাদ নাহার কনাসহ একঝাঁক তারকা।রবিবার (১৩ মে) সকাল ১০টায় কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে শুরু হয় বৈশাখী মেলা উৎসব।প্রায় এক যুগের ধারাবাহিকতায় এবারও মালয়েশিয়া বাংলাদেশ ফোরামের আয়োজনে সবার জন্য উন্মুক্ত করা হয়। বর্ষবরণের এ উৎসবে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের প্রবাসী বাঙালি-বাংলাদেশিরা সমবেত হন । দিনব্যাপী এই মেলায় দেশীয় খাবারের দোকান, পান্তা-ইলিশ ছাড়াও বাংলাদেশি পণ্যের স্টল লক্ষ্য করা যায়। ছবিঃ মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এর ফেসবুক থেকে নেওয়া।