কুয়ালালামপুরের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র বাতুকেভস
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অন্যতম পর্যটক আকর্ষণ বাতু গুহা বা বাতু কেভস। কুয়ালালামপুর থেকে ১৩ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি চুনাপাথরের পাহাড়। বিশাল আকৃতির এ পাহাড়ে রয়েছে একাধিক প্রাগৈতিহাসিক গুহা।গবেষকদের ধারণা, এ গুহাগুলো আনুমানিক চল্লিশ কোটি বছরের প্রাচীন।গুহাগুলোতে স্থাপন করা হয়েছে হিন্দু দেবতাদের মন্দির। পাহাড়ের সামনে স্থাপন করা হয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ হিন্দু দেবতার মূর্তি।বাতু কেভস এলাকায় ঢোকার পর যা দেখা যাবে তার অধিকাংশই বিশাল আকৃতির আকাশছোঁয়া পাহাড়। মাটির নয়, কঠিন পাথরের পাহাড়। পাহাড়ের মধ্যে গুহা। মূল গেটের পরেই দেখতে পাবেন বিশাল হনুমান মূর্তি। একটা মন্দিরের পর মূল মূর্তি, ১৪০ ফুট উচ্চতার সোনালি মুরুগান মূর্তি। ১৮৯১ সালে মন্দিরটি এখানে নির্মাণ করা হয়। চারদিকে দেব-দেবীর ছোট-বড় মূর্তি সাজিয়ে রাখা হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মালয়েশিয়ার সবচেয়ে বড় মন্দির এটি।এক নজরে দেখে নিন কুয়ালালামপুরের বাতুকেভস স্থীরচিত্র। ছবি -ইন্সট্রাগ্রাম



















