পর্যটকদের প্রিয় কুয়ালালামপুরের কেএলসিসি
মালয়েশিয়ায় যত পর্যটক যায় তাদের অন্যতম প্রধান আকর্ষই কেএলসিসি (কুয়ালালামপুর সিটি সেন্টার) যাকে মানুষ টুইন টাওয়ার হিসেবেই জানে। রাজধানী শহরের মধ্যবর্তী স্থানে সবচেয়ে ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় অবস্থিত এই টাওয়ার। বিশ্ব বাণিজ্যের অন্যতম আকর্ষণীয় স্থান এটি। শুধু বাণিজ্য কেন্দ্রই নয় ১০০ একর জমির উপরে প্রতিষ্ঠিত টাওয়ার ও সংশ্লিষ্ট এলাকায় কৃত্রিম লেক, ফোয়ারা,গাছ-গাছালী মিলিয়ে এক নয়নাভিরাম দৃশ্য সংবলিত বেড়ানোর জায়গাও বানানো হয়েছে যা বিশ্ব পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।এতে রয়েছে বিশাল কৃত্রিম লেক, নয়নাভিরাম ঝর্ণা, ঘোরাফেরা সুন্দর লন যেন শিল্পীর সুনিপুণ তুলির আঁচড়ে হয়ে উঠেছে আকর্ষণীয়। দিনের বেলায় এক দৃশ্য,রাতের দৃশ্য ভিন্ন। ফোয়ারার পানির সাথে রং বেরঙের আলোর বিচ্ছুরণ সৌন্দর্য পিপাসুদের মন বেঁধে রাখতে সক্ষম হয়। দর্শকরা এই লেক বা ফোয়ারা অঞ্চলে এসে নানা এ্যাঙ্গেল থেকে টুইন টাওয়ারের সাথে নিজেদের সম্পৃক্ত করে ছবি তোলেন।মালয়েশিয়া যখন ঘুরতে আসেন ভিনদেশি পর্যটকরা ভিন্ন ভিন্ন স্টাইলে ছবি তুলেন। এক নজরে দেখে নেই নয়নাভিরাম কেএলসিসিস কিছু স্থীর চিত্র। ছবি - ইন্সট্রাগ্রাম



























