প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ মালয়েশিয়ার জলপ্রপাত
অপরূপ সৌন্দর্যের দেশ মালয়েশিয়া।পুরোদেশটি পর্যটন কেন্দ্র করে রেখেছে মালয়েশিয়া সরকার।বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক আসে।মালয়েশিয়া রয়েছে অনেক সুন্দর সুন্দর জলপ্রপাত।যা দেখলে পর্যটকদের চোখ জুড়িয়ে যাবে। তাই সারা বছরই মালয়েশিয়া পর্যটকদের ভিড় থাকে। বিশেষ করে মালয়েশিয়ার সাপ্তাহিক বন্ধের দিন রোববার। সেদিন অনেকেই জলপ্রপাতে শরীর ভেজাতে চলে যান সেখানে। স্থানীয় ভাষায় এই জলপ্রপাত পর্যটনকেন্দ্রের নাম এয়ার তেজুন।চারদিকটা পাহাড়ে ঘেরা। নানা রকমের শত শত গাছগাছালি।এই জায়গাটিকে জঙ্গলও বলা যায়।এখানকার বাতাস প্রচণ্ড ঠান্ডা।বাতাসের সঙ্গে উড়ে আসা গুঁড়িগুঁড়ি পানি শরীরকে স্পর্শ করে।জলপ্রপাতের মূল দৃশ্য কাছ থেকে দেখতে হলে একটি সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে হবে।সিঁড়ি বেয়ে ওপরের দিকে ওঠার সময় বিশ্রাম নেয়ার জন্য কিছু পর পর কাঠের ঘর বানিয়ে রাখা হয়েছে। কাঠের ঘরগুলো দেখতে অনেক সুন্দর। বসার জন্য ঘরের ভেতরে চেয়ার-টেবিল রাখা আছে। ঘরের চারদিকটা খোলা। পাহাড়ের ওপর থেকে জলপ্রপাতের পানি গড়িয়ে পড়ছে। অসংখ্য পর্যটক গোসল করছেন।প্রচণ্ড ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে পানিতে শরীর ভিজিয়ে নেন পর্যটকরা।প্রবাসে ব্যস্ততার জীবনে অশান্ত মনকে শান্ত করার এটাই মোক্ষম উপায়।মালয়েশিয়া বিখ্যাত কয়েকটি জলপ্রপাতের নাম হল তাওয়াই রেইনফরেস্ট সাবা ,তেলেগা তুজু কেদাহ ,কানচিং ফল সেলাঙ্গর ,লাতা টিম্বাকা তেরেংগানু ,জেরেঙ্কান ফল পাহাং ,জেলায়াং ওয়াটার ফল কেলান্তান ,লাতা ইস্কান্দার ওয়াটার ফল পেরাক ,বুয়া সাংকুট ওয়াটারফল জোহরসহ আরো অনেক সুন্দর সুন্দর জলপ্রপাত রয়েছে।এক নজরে দেখে নেই মালয়েশিয়ার বিখ্যাত কয়েকটি জলপ্রপাত এর স্থিরচিত্র। ছবি -ফেইসবুক থেকে নেওয়া








































