মনোমুগ্ধকর কুয়ালালামপুরের তিতিওয়াংসা পার্ক
কুয়ালালামপুর শহরের জনপ্রিয় পার্ক গুলোর মধ্যে তামান তাসিক তিতিওয়াংসা পার্কটি অন্যতম।পার্কটিতে প্রবেশের জন্য কোন টিকিটের প্রয়োজন হয় না।প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এটি খোলা থাকে।মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত তিতিউংসা পার্কটি।এই পার্কটি প্রধান আকর্ষণ অবশ্য এর বিশাল লেক। ৯৫ হেক্টর বিস্তৃত অঞ্চল নিয়ে পার্কটি তৈরি যার ৫৭ হেক্টরই লেক এর জন্য নির্ধারণ করা হয়।এই লোকটিকে অবশ্য ম্যানমেইড লেক অথবা আর্টিফিসিয়াল লেক বলা হয় ।লেকটির ভিতরে রয়েছে বিশাল এক ফোয়ারা। পার্কের ভিতরে হেলিকপ্টার ল্যান্ডিং এরিয়ার রয়েছে। চাইলে ৩০ মিনিট এর জন্য হেলিকপ্টার ভাড়া করে পুরো কুয়ালালামপুর শহরটা ঘুরে যায়।তবে নাটক কিংবা মুভি শুট করার উপযুক্ত স্থান। বিশ্বের বিভিন্ন দেশের পরিচালকরা শুটিংয়ের জন্য এই স্থানটি বেছে নেয়।এক নজরে দেখে নেই কুয়ালালামপুর শহরের জনপ্রিয় তামান তাসিক তিতিওয়াংসা পার্কটির কিছু স্থিরচিত্র। ছবি -ইন্সট্রাগ্রাম
























