মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ড যেন এক স্বর্গপুরী
মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অন্যতম দেশ। অনুকূল পর্যটন ব্যবস্থার কারণে দেশটিতে প্রতি বছর প্রচুর পর্যটক আসেন। বিশেষ করে এশিয়ার নিকটবর্তী দেশগুলো থেকে এসে পর্যটকেরা ভিড় জমান। ক্যামেরুন হাইল্যান্ড এ দেশের পাহাং রাজ্যের একটি জেলা।
প্রাকৃতিক সৌন্দর্য আর স্বাস্থ্যকর আবহাওয়ার কারণেই সারা বছর এই শহরে ট্যুরিস্টদের আসা-যাওয়া লেগেই থাকে। কুয়ালালামপুর-এর উত্তর-পশ্চিমে প্রায় ২০০ কি. মি. দূরে অবস্থিত এই শহর। ভূতত্ত্ববিদ উইলিয়াম ক্যামেরুন যিনি পাহাং রাজ্যের ম্যাপ তৈরি করেছিলেন। তার নামেই এই শহরের নাম ক্যামেরুন হাইল্যান্ড।
পুরো অঞ্চলটি যেন ফসল, ফুল, ফল, বনানী দিয়ে এক স্বপ্নপুরীর মতো।ট্যুরিস্টদের আকর্ষণের মূল দিকগুলো হলো- এখানে ফল-ফুল এবং ফসলাদী আবাদ করা খুব কাছ থেকে দেখতে পাওয়া যায়। এগ্রো ফার্মগুলোতে ট্যুরিস্টদের জন্য যাওয়ার ব্যবস্থা করা রয়েছে। এই ফার্মগুলো ট্যুরিস্ট জোন হিসেবেই ধরা হয়।এক নজরে দেখে নেই মালয়েশিয়ার ক্যামেরুন হাইলান্ডের হাইল্যান্ড দৃষ্টিনন্দন দৃশগুলি। ছবি -ইন্সট্রাগ্রাম























