মালয়েশিয়ায় এনটিভির ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা
পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম উম্মাহ’র সুখ ও সমৃদ্ধি কামনায় মালয়েশিয়ায় অবস্থানরত দর্শকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এনটিভি মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নানের সার্বিক তত্ত্বাবধায়নে এম ফরহাদ হোসাইনের অনুষ্ঠান পরিচালনায় এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মোহাম্মদ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে ইফতার মাহফিলে বয়ান করেন বিশিষ্ট ইসলামিক স্কলার শায়েক ড. মিজানুর রহমান আজহারি।অনুষ্ঠানে প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীকে ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের সমন্বয়ক ও এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা এমজে আলম। ইফতার মাহফিলটি বাংলাদেশি প্রবাসী, ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। ছবিঃ এনটিভি


