মালয়েশিয়ায় এনটিভির বিজয় উৎসবে অ্যাওয়ার্ড পেলেন যারা
এনটিভি বিজয় উৎসব’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার বিজয় উৎসব ও আইকনিক অ্যাওয়ার্ড এর আয়োজন করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়ারবিবার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান আমপাংয়ে অবস্থিত পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ আয়োজন করা হয়। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি সংবাদ পাঠিকা শারমিন নাহার লিনার অনুষ্ঠান পরিচালনায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সহসভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান এর সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া কুয়ান্তান রাজোর স্বনামধন্য ব্যবসায়ী দাতো মিজান ও তার সহধর্মিনী দাতিন মারিয়াটি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক পীযুষ সাহা, চলচ্চিত্র প্রযোজক সুকান্ত সুমনসহ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ। সবশেষে এনটিভির বিজয় উৎসবে আইকনিক অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন যারা তারা হলেন- জনপ্রিয় সংগীত শিল্পী আরেফিন রুমি ,বাঁধন সরকার পূঁজা, বাংলাদেশের সেরা মডেল সৈয়দ রুমা, সেরা ইনফ্লুন্সার বারিশা হক ,সেরা জুয়েলারী ডিজাইনার সোনিয়া মোদী ,সেরা মডেল ও অভিনেতা আসিফ,কলকাতার সেরা অভিনেতা বনি সেন গুপ্তা ,নীল ভরট্টচার্য্য, সেরা অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী ,সেরা ভারতীয় অভিনেতা ও প্রযোজক চন্দ্রানী দাশ ,সেরা ডিজাইন ফটোগ্রাফার তানজিল জনি,সেরা ইন্ডিয়ান মডেল মধুমিতা গুপ্তা,মডেল আদ্রিজা আফরিন সিনথিয়া ,আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার সুমন হোসাইন ,আন্তর্জাতিক জুয়েলারী ডিজাইনার তাসনুভা খান ,মালয়েশিয়া বিডি মার্ট ব্র্যান্ড ওনার ডঃ ইন্নামা দিলশাদ আলম তনিমা,আরও অনেকে।অনুষ্ঠানে শিল্পীদের হাতে আইকনিক অ্যাওয়ার্ড তুলে দেন আইকনিক অ্যাওয়ার্ড এর প্রতিষ্ঠা পিয়াল হাসান ও এনটিভি বিজয় উৎসবের আয়োজক এনটিভির সাংবাদিক কায়সার হামিদ হান্নান। ছবিঃ এনটিভি











