এনটিভি বিজয় উৎসব’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার বিজয় উৎসব আয়োজন করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া।শনিবার (৩০ ডিসেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ক্রাফট কালচারাল কমপ্লেক্সের এ আয়োজন করা হয়। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি সংবাদ পাঠিকা শারমিন নাহার লিনার অনুষ্ঠান পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের কাউন্সুলার কন্সুলার রাসেল রানা, কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফসহ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।দর্শকদের জন্য দেশীয় সংস্কৃতি নানান পরিবেশনা। এনটিভি বিজয় দিবসের দিনব্যাপী - নাচ, গান, ফ্যাশনশো, নাটক, কৌতুক, শিশু কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা হয়েছে। এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে একই স্থানে আয়োজন করা হয়েছে মেলা। মেলার স্টলে নানান জিনিসের পসরা সাজিয়ে এসেছেন সৌখিন ব্যবসায়ীরা। স্টলগুলোতে পাওয়া যায় - দেশিয় খাবার, পোষাক, নানান ধরণের জিনিসপত্র।দিনব্যাপী বর্ণাঢ্য এই অনুষ্ঠানে ঢাকা থেকে যোগ দিয়েছেন চিত্রনায়ক জাহেদ খান, মডেল অভিনেত্রী প্রিয়াংকা জামান,কণ্ঠশিল্পী আনিসা বিনতে আব্দুল্লাহ,জাতীয় শিশু-প্রতিযোগিতায় পুরষ্কারপ্রাপ্ত আসুজা তানিন আরও অনেকে। ছবিঃ এনটিভি