মালয়েশিয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রবাসীদের ঢল
সাফল্যের সঙ্গে ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ করেছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। প্রতিষ্ঠাবার্ষিকীতে মালয়েশিয়া প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছে চ্যানেলটি। স্যাটালাইট টিভি চ্যানেল এনটিভির ২১ বছরে পদার্পণ উপলক্ষে গত সোমবার (৩ জুলাই) মালয়েশিয়ায় বাংলাদেশ কমিউনিটি নেতাদের পদচারণায় কুয়ালালামপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মিলন মেলায় পরিণত হয়। পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়ার সিনিয়র লেকচারার ও এনটিভি মালয়েশিয়া দর্শক ফোরামের আহ্বায়ক ড. লুবনা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহসভাপতি ও এনটিভির স্টাফ করেসপনডেন্ট কায়সার হামিদ হান্নানসহ মালয়েশিয়ার বিশিষ্টজনরা।এই সময় অতীত ও বর্তমানের মতো ভবিষ্যতেও মালয়েশিয়া প্রবাসীদের জন্য এনটিভির সঙ্গে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। ছবিঃ মোহাম্মদ আলী
