মালয়েশিয়ায় টানা চার দিন সর্বাধিক রেকর্ড কোভিড রোগী শনাক্ত
মালয়েশিয়ায় কড়া বিধিনিষেধের মধ্যেও বেড়েই চলেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মালয়েশিয়ায় অতীতের সব রেকর্ড ভেঙে নতুন করে ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত ৫৯ জন মারা গেছেন।উদ্বেগেরর বিষয় হলো যে গত কয়েকদিন যারা মারা গেছেন তাদের সবাই মালয়েশিয়ান। আজ একদিনে মারা গেছেন ৬১ জন। তবে মালয়েশিয়ায় টানা চার দিন রেকর্ড সংক্রমণ করোনা বাড়ছে। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৫১৪ জন।সর্বমোট মৃত্যু বরণ করেছেন ২ হাজার ৫৫২ জন।
শুক্রবার (২৮ মে ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. নূর হিশাম এ তথ্য প্রকাশ করেছে।
দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮২৯০ জন। তার মধ্যে সাবাহ প্রদেশ ৩০৮ জন,সারওয়াক ৬৯৮ জন, কেদাহ রাজ্যের ৫৪৪ জন, পেনাং ৪২১ জন , জোহর ৭৬২ জন । অন্যদিকে সেলাঙ্গরে ২০৫২ জন, কুয়ালালামপুরে ৮৩০ জন,পুত্রাজায়া ৪৪ জন , পেরাক ৪০৫ জন , নেগারি সেম্বিলানে ৫২০ জন , মেলাকা ৩৮০ জন, কেলান্তান ৮৫১ জন,তেরেঙ্গানু ২০৭ জন ,লাবুয়ান ০৬ জন,পার্লিস ০৮ জন,পাহাং ২৫৪ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।
তবে রেকর্ড সংক্রমণের মধ্যে দেশটিতে গোষ্ঠী সংক্রমণের উদ্বেগ দেখা দিয়েছে। গতদিন যেসব রোগী শনাক্ত হয়েছে এর ৪০ শতাংশই দেশটির ক্ল্যাং উপত্যকার। মালয়েশিয়ার উত্তরের প্রদেশগুলোতে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ অব্যাহত রয়েছে।
এদিকে কোভিড ১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ জারি করল মালয়েশিয়া। এ বিধিনিষেধ আগামী ৭ জুন পর্যন্ত জারি থাকবে বলে জানিয়েছেন দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরী ইয়াকুব।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন যারা করোনায় আক্রান্ত হচ্ছে তাদের বেশিরভাগই তরুণ। এদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। আর নতুন করে শনাক্ত হওয়া রোগীরা কীভাবে আক্রান্ত হচ্ছেন তা জানা যাচ্ছে না। ফলে গোষ্ঠী সংক্রমণের শঙ্কা বাড়ছেই।