ট্রেন দুর্ঘটনায় আহত সবাইকে ক্ষতিপূরণ দেবে মালয়েশিয়া

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দু’টি লাইট রেল ট্রানজিট (এলআরটি) ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ট্রেন দুর্ঘটনায় আহত দুই শতাধিক যাত্রীর সবাইকে ক্ষতিপূরণ দেবে দেশটি।
মঙ্গলবার (২৫ মে) দেশটির পরিবহন পরিচালনাকারী সরকারি সংস্থা ‘প্রসারানা মালয়েশিয়া বারহাদ’ এই ঘোষণা দেয়।
ক্ষতিপূরণ বাবদ আহত যাত্রীদের সবাইকে দেওয়া হবে এক হাজার করে রিংগিত। পাশাপাশি চিকিৎসা খরচ ও সুস্থ হয়ে কাজে যোগ না দেওয়া পর্যন্ত উপার্জনের অর্থও প্রদান করবে দেশটি।

প্রসারানা মালয়েশিয়া বারহাদ’র চেয়ারম্যান দাতুক সেরি তাজউদ্দিন আবদুল রহমান এই দুর্ঘটনার সকল দায়-দায়িত্ব নিয়েছেন। তবে তিনি দাবি করেছেন, দুর্ঘটনাটি ছিল তার প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণের বাইরে।
মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা অপ্রত্যাশিত। দুর্ঘটনায় আহত যাত্রী ও জনগণের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি।
তিনি আরও বলেন, ‘এবারই প্রথমবারের মতো এই দুর্ঘটনা ঘটল। আমি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আহত যাত্রীদের সহায়তায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
দুর্ঘটনায় আহতদের তিন ধরনের ক্ষতিপূরণ দেবে প্রসারানা মালয়েশিয়া বারহাদ। আহত ২১৩ জনের সবাইকে ১ হাজার করে রিংগিত দেওয়া হবে, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসা ব্যয় দেওয়া হবে এবং দুর্ঘটনায় আহতদের মধ্যে যাদের উপার্জন সাময়িক ভাবে বন্ধ হয়ে গেছে; তাদেরকে সেটা পুষিয়ে দেওয়া হবে।

এছাড়া হাসপাতালে ভর্তি যাত্রীদের প্রয়োজনীয় সকল চিকিৎসা খরচ সরকার বহন করবে জানিয়ে তিনি বলেন, দুর্ঘটনার কারণে আহত যাত্রীদের অর্থ উপার্জনের যে ক্ষতি হয়েছে; প্রসারানা মালয়েশিয়া বারহাদ সেটাও পুষিয়ে দেবে।
তাজউদ্দিন আবদুল রহমান আরো বলেন, ‘আহতরা সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ না দেওয়া পর্যন্ত যৌক্তিক সময় পর্যন্ত সবার জীবনযাপনের খরচ দিয়ে সহায়তা করবো আমরা।’
দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি এবং তা তদন্ত করা হচ্ছে জানিয়ে প্রসারানা মালয়েশিয়া বারহাদ’র চেয়ারম্যান বলেন, পরিপূর্ণ তদন্তের জন্য প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে।