মালয়েশিয়ায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শতাধিক যাত্রী

মালয়েশিয়ার কেলানা জায়া লাইনে দুইটি লাইট রেল ট্রানজিট (এলআরটি) ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর ৪৭ জন যাত্রীসহ আহত হয়েছেন ২১৩ জন।

তবে আহতদের মধ্যে কোনো বাংলাদেশী আছে কিনা তা এখনো জানা যায়নি। আহতদের সবাইকে চিকিৎসার জন্য কুয়ালালামপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার (২৪ মে) রাত ৯টার দিকে কেএলসিসির ভূগর্ভস্থ এলআরটি রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়া গণমাধমে জানা যায় , আহতদের উদ্ধার ও জরুরি সেবা চলছে এবং সকলকে শান্ত থাকার এবং নির্দেশাবলী অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
গণমাধমে আরো জানা যায় কেএলসিসি এলআরটি স্টেশন থেকে কেজি বারু স্টেশনের দিকে যাওয়া দুটি এলআরটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের সহায়তা করার জন্য পুলিশ এবং প্যারামেডিকরা ঘটনাস্থলে রয়েছে।

দুর্ঘটনার পর কেলানা জায়ার সঙ্গে এলআরটি যোগাযোগ বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও জানানো হয়।