মালয়েশিয়ায় বাতিল হচ্ছে তাপমাত্রা পরীক্ষা,রেকর্ড বই

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় মালয়েশিয়ায় আগামী ১১ ফেব্রুয়ারী থেকে কোথাও প্রবেশে পূর্বে তাপমাত্রা পরীক্ষা এবং রেকর্ড বইয়ের আর প্রয়োজন হবে না।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী দাতুক সেরি হিশামুদ্দিন হুসেন বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তিনি ওমরাহ ভ্রমণকারীদের জন্য একটি নতুন সিরিজ এসওপি ঘোষণা করেছেন যা ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এর মধ্যে রয়েছে একটি বাধ্যতামূলক বুস্টার ডোজ এবং তীর্থযাত্রীদের বাড়িতে কোয়ারেন্টাইন করার অনুমতি দেওয়া।
তিনি বলেন, বর্তমানে দৈনিক করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, ১ মার্চের মধ্যে দেশের সীমান্ত পুরোপুরি খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে।