জনবল নিয়োগ দিবে জোহরবারু মুনলাইট কোম্পানি।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়ার জোহরবারু মুনলাইট কোম্পানি।
প্রতিষ্ঠানটিতে ‘জরুরি ভিত্তিতে সেলস ম্যান ,সেলস ম্যানেজার ,সেলস রিপ্রেজেনটিভ অফিসার ,ডেলিভারি ম্যান নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম :সেলস ম্যান ,সেলস ম্যানেজার ,সেলস রিপ্রেজেনটিভ অফিসার ,ডেলিভারি ম্যান।
যোগ্যতা :
স্বীকৃত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএইচসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মালয় ভাষা পারদর্শী হতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট থাকতে হবে।মোটর সাইকেল চালনার পারদর্শী হতে হবে।
প্রার্থীর পূর্ববর্তী কাজের ন্যূনতম ০৬ মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল :
২৪৭,জালান ইদামান, সেনাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেনাই,জহুরবাহরু।
বেতন :
আলোচনা সাপেক্ষে।
আবেদনের প্রক্রিয়া :
প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যোগাযোগের ঠিকানা :
মুনলাইট ডিস্ট্রিবিউশন
২৪৭,জালান ইদামান, সেনাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেনাই,জহুরবাহরু।
মোবাইল - +60 010 668 6949 , +60 116 179 7984