মালয়েশিয়ায় টানা তিনদিন করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড

মালয়েশিয়ায় গত শুক্রবার থেকে শুরু করে আজ রবিবার টানা তিনদিন করোনা সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে । এর আগে গত শনিবার মালয়েশিয়ায় ১৫ হাজার ৯০২ জন রোগী শনাক্ত হয়েছিল, যা ছিল এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর ২৪ ঘণ্টা না পেরোতেই সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হলো।
গত একদিনে সর্বোচ্চ রেকর্ড ১৭ হাজার ৪৫ জন কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ১৩ হাজার ৪৩৮ জন। মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৯২ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫৪১ জন
স্থানীয় সময় রবিবার (২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. নূর হিশাম আব্দুল্লাহ কোভিড-১৯ এর নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

দেশটির রাজধানী কুয়ালালামপুর অবস্থিত ক্ল্যাং উপত্যকায়। এখানেই করোনার প্রকোপ ছড়িয়েছে সবচেয়ে বেশি। শনিবার যত রোগী শনাক্ত হয়েছে তার অর্ধেকের বেশি এখানকার। এর মধ্যে আজ সেলাঙ্গরে ৮,৫০০ জন ও কুয়ালালামপুরে ২,০৪৫ জন।
কেদাহ প্রদেশে ১ হাজার ২১৬, জহুরে ৯৫০, সাবাহতে ৮১৮, পেরাকে ৬০৯, পিনাংয়ে ৫৩৭, নেগরি সিম্বিলানে ৫১৩ এবং সারাওয়াকে ৪১৩, কেলান্তান ২৬৬, লাবুয়ান ২১, মালাক্কা ৩৭০, পাহাং ৪২৪, পার্লিস ১০, পুত্রাজায়া ৫০, তেরেঙ্গানু ২৭৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন।