নতুন প্রজন্মদের আধুনিক ও জীবনমূখী শিক্ষার্জনের প্রতি আগ্রাসী হওয়া উচিত

প্রফেসর জিয়াউল করিম মালয়েশিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয় -দি ইউনিভার্সিটি অব মালায়ার পিএইচডি গবেষক। বাংলাদেশের দি ইউনিভার্সিটি অব কুমিল্লার বোর্ড অব ট্রাস্টিজ এবং একই বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।এনটিভি মালয়েশিয়া আমার ক্যাম্পাসে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ ও বহির্বিশ্বের শিক্ষা ব্যবস্থা এনটিভি অনলাইনের কাছে তুলে ধরেছেন।
এনটিভি অনলাইন : প্রফেসর জিয়াউল করিম, আপনাকে আজকের শিক্ষামূলক অনুষ্ঠানে স্বাগতম ।
প্রফেসর জিয়াউল করিম : এনটিভি অনলাইনকে শুভেচ্ছা জানাই।
এনটিভি অনলাইন : আমাদের নতুন প্রজন্মদের শিক্ষার্জনে আপনার উপদেশ কি?
প্রফেসর জিয়াউল করিম : আমি মনে করি নতুন প্রজন্মদের আধুনিক ও জীবনমূখী শিক্ষার্জনের প্রতি আগ্রাসী হওয়া উচিত, যাতে শিক্ষার্জন শেষে তাদের বেকার থাকতে না হয়।আপনারা জানেন বর্তমান সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে, বৃত্তিসহ নানাবিধ সুযোগসুবিধা দিচ্ছে। এটা আধুনিক ও জীবনমূখী শিক্ষায় অত্যন্ত সহায়ক বলে মনে করি এবং এতে দেশ ও জাতী উপকৃত হবে।
এনটিভি অনলাইন : আমরা জানি আপনি বিদেশে উচ্চশিক্ষা প্রার্থীদের প্রয়োজনীয় উপদেশ দিয়ে সহায়তা করে থাকেন,পিএসআর গ্লোবাল কন্সালট্যান্ট নামে আপনার নিজস্ব একটা শিক্ষা পরামর্শকেন্দ্র রয়েছে।এই কেন্দ্রের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা কি কি ধরনের সহয়তা পেতে পারে?
প্রফেসর জিয়াউল করিম : আমার প্রতিষ্ঠান মূলত মালয়েশিয়া, কানাডা, ইউরোপ, ও চায়নাতে ভর্তি, টিউশন ফি প্রদান ও পার্টটাইম চাকরি প্রাপ্তিতে সহায়তা করে থাকে।
এনটিভি অনলাইন : ব্যয়ভার, স্কলারশিপ ও অন্যান্য সুযোগ সুবিধা কেমন হবে?
প্রফেসর জিয়াউল করিম : ব্যয়ভার, স্কলারশিপ ও অন্যান্য সুযোগ সুবিধা বিভিন্ন দেশ, বিশ্ববিদ্যালয় ও ছাত্র-ছত্রীর শিক্ষাগত যোগ্যতা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের উপর নির্ভর করে থাকে।এটা ছাত্র-ছাত্রীর সাক্ষাৎকার ও বিশ্ববিদ্যালয়ের সাথে কথা না বলে বলা মুশকিল।
এনটিভি অনলাইন : কোন কোন বিষয় এবং কি কি প্রোগ্রামে আপনারা ছাত্র-ছাত্রী ভর্তি করে থাকেন?
প্রফেসর জিয়াউল করিম : আমরা ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি প্রোগ্রামে প্রায় সকল বিষয়েই ছাত্র-ছাত্রী ভর্তি করে থাকি।
এনটিভি অনলাইন : আপনার পিতা মাতার নামে ' করিম জুলেখা ফাউন্ডেশন' নামে একটি দাতব্য প্রতিষ্ঠান রয়েছে, এবং আপনি এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ।এই প্রতিষ্ঠানের শিক্ষাবিষয়ক কার্যক্রম নিয়ে যদি কিছু বলতেন।
প্রফেসর জিয়াউল করিম : করিম জুলেখা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক, অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান, যা শুধুমাত্র মানব কল্যানে কাজ করে যাচ্ছে। এই ফান্ডেশনের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। প্রাকৃতিক দূর্যোগে মানুষের সেবা করে যাচ্ছি। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদেরকে বৃত্তি ও এক কালীন আর্থিক সহযোগিতা করে যাচ্ছি। যেহেতু ফাউন্ডেশনটি অদ্যাবধি আমার একক অর্থে পরিচালিত হচ্ছে, তাই ব্যপকভাবে এর লক্ষ ও কার্যক্রম এখনো পরিচালনা করা সম্ভব হচ্ছে না। মানবিক কল্যানে উদ্বুদ্ধ কিছু হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা পেলে আমরা বিধবা, শারীরিক প্রতবন্ধী, ছিন্নমূল বৃদ্ধ ও ভিখারিদের পুনর্বাসন ও অবসরপ্রাপ্ত দারিদ্র শিক্ষকদের সহযোগিতায় কাজ করতে চাই।
এনটিভি অনলাইন : আপনি অনেক ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
প্রফেসর জিয়াউল করিম : আমাকে এই প্লাটফর্মে আমন্ত্রণ জানানোর জন্য এনটিভিকে অসংখ্যা ধন্যবাদ।