আবদুল্লাহ আল ইমরান সোশ্যাল মিডিয়া একজন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ

আবদুল্লাহ আল ইমরান, একজন তরুণ সঙ্গীতজ্ঞ, লেখক এবং সোশ্যাল মিডিয়া সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। সম্প্রতি তিনি তার অনলাইন কার্যক্রমের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের এক পরিচিত নাম হয়ে ওঠেন।
তিনি পটুয়াখালীতে ১০ অক্টোবর ২০০০ তারিখে জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে,তিনি অন্যদের মতোও বড় কিছু করতে স্বপ্ন দেখেন। তার এ প্রয়াসের প্রতিফলন ঘটানো শুরু করেন বাদ্যযন্ত্রের সংগীত তৈরীর মাধ্যমে।পরবর্তীতে ধারাবাহিক ভাবে বই লেখনী ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করাও বেশ নজর কাড়ে।
তিনি স্পটিফাই, ডিজার, অ্যাপল সঙ্গীত,ইউটিউব, অ্যামাজন, সঙ্গীত অন্যান্য বিভিন্ন সঙ্গীত প্ল্যাটফর্মের ভেরিফাইড শিল্পী হয়ে উঠেন। তিনি তার প্রথম যন্ত্রের সঙ্গীত অ্যালবাম মুক্তি দিয়েছেন ২০২০ এর শেষ দিকে।

এ ছাড়াও তিনি একজন লেখক, তার প্রথম বই " Social Media Cyber Security By Abdullah Al Imran" এমাজন বুক স্টোরে প্রকাশিত হয়। তিনি আরও তিনটি বই প্রকাশ করেছেন, যা Google Playbooks এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলিতে উপলব্ধ।
২০১৪ সাল থেকে তিনি একজন সাইবার নিরাপত্তা বিষয় কর্মী হিসাবে কাজ করে আসছেন এবং সাধারণ মানুষদের সাইবার নিরাপত্তা সম্পর্কিত বিষয় সমাধানের জন্য সহায়তা করছেন।সেই সাথে মোহাম্মদ আজিমুল ইসলাম শিবলু, সৈকত আহমেদ রায়হান এবং আরো অনেক বন্ধু মিলে সুবিধাবঞ্চিত ও সাহায্য প্রার্থী জনগণকে সাহায্য করার জন্য "সম্মিলন" নামক এক অলাভজনক সংস্থা শুরু করেন।
ইমরান একজন সহযোগীতা মনোভাবাপন্ন মানুষ যে কিনা মানুষকে তাদের বাস্তব ও অনলাইন উভয় ক্ষেত্রের সমস্যাগুলি তার সংস্থার মাধ্যমে বিনামূল্যে সমাধান করতে সহায়তা করেন। তার সাইবার নিরাপত্তা সংক্রান্ত জ্ঞানকে সব সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিতে চান যাতে তারা নিজেদের সুরক্ষা নিজেরা নিশ্চিত করতে পারে।

আবদুল্লাহ এনটিভিকে বলেন যে "আজ আমরা সবকিছুই সহজেই পেয়ে যাচ্ছি। আমরা কয়েক মুহুর্তের মধ্যে বিশাল দূরত্বের পর ও এক জায়গা থেকে অন্য যোগাযোগ করতে পারি। আমরা যখন কিছু কিনতে চাই তখন আমরা বাড়ি থেকে অর্ডার করতে পারি।সবকিছু আমাদের হাতে থাকা সত্ত্বেও আমাদের অনলাইন ক্ষেত্রে নানাবিধ সমস্যায় পড়তে হয়।
আমাদের বাস্তবিক জীবন যেমন আমাদের সম্পত্তি চুরি হওয়ার ভয় থাকে এবং আমরা আমাদের বাড়ি-ঘর ও অন্যান্য সম্পদ সংরক্ষণ করার জন্য তালা ব্যবহার করি, একইভাবে নিজেদেরকে অনলাইন চোর হতে নিরাপদ করার জন্য অনলাইনের তালা বা নিরাপত্তা বিষয়ে জানতে ও সচেতন হতে হবে।"