বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না

মালয়েশিয়া আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
শনিবার ১৫ আগষ্ট কুয়ালালামপুর বুকিতবিনতাং অভিজাত রেস্টুরেন্ট আরাবেল্লাতে সন্ধ্যায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে এই শোক সভা অনুষ্ঠিত হয়
মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ এর সভাপতিত্বে সঞ্চালনা করেন শফিকুর রহমান চৌধুরী ও হুমায়ুন কবির ।
প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক হাজী আঃ হামিদ জাকারিয়া, রাশেদ বাদল, শাহিন সর্দার।
প্রধান বক্তা সাবেক যুবলীগের আহবায়ক এ কামাল হোসেন চৌধুরী।পবিত্র কোরআন তেলাওয়াত করেন,হাফেজ মাওলানা মুফতি আবু তাহের।
সংক্ষিপ্ত আলোচনা করেন, নুর মোহাম্মদ ভূইয়া, মামুনুর রশিদ মামুন, লিটন আজিজ দেওয়ানসহ নেতৃবৃন্দরা।সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হত না। তার সুদৃঢ় নেতৃত্বের কারণেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনাকে পৃথিবীর ইতিহাসে একটি ঘৃণিত ও বর্বর হত্যাকাণ্ড বলে অভিহিত করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে আত্মত্যাগ ও শাহাদাত বরণকে গভীর শ্রদ্ধাভরে স্বরণ করেন এবং বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেণ। এর আগে বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় মাওলানা আবু তাহেরের নেতৃত্বে ১০ জন মালয়েশিয়ান হাফেজ কোরআন শরিফ খতম করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন,আওয়ামীলীগের সাখাওয়াত হোসেন সুমন, জাহাঙ্গীর আলম, এসকেসেন্টু, খোকন কর্মকার, শওকত হোসেন সামির, পাংশাপুরি শাখা কমিটির মকবুল হোসেন, বুকিত বিনতাং শাখার লাল্টু বিশ্বাস ও জাহাঙ্গীর আলম, সুবাংজায়া শাখার জাকির হোসেন, বাংসার শাখার জাকির হোসেন, জালান ফিল্ড থেকে সামসুল হক, শ্রীগামবুট শাখা থেকে আঃ সালাম খলিফা।কেপং শাখা থেকে মানিক মিয়া, জহিরুদ্দিন বাদশা, শাহআলম শাখা থেকে মতিন সরকার, পুচং পুত্রামাস থেকে ইকবাল হোসেন ,পোর্ট ক্লাং পাংশাপুরি মোঃ শাহিন ,জালান ইপু থেকে মোঃ রাব্বানী, মহানগর শাখা থেকে ডাঃ মিজানুর রহমান ও শারমিন আক্তার, ডাঃ মাহাবুব, তারেক, আবু সাঈদ সহ আরো অনেকে।