ধর্ষকের ফাঁসির দাবিতে মালয়েশিয়ায় প্রেস ক্লাবের প্রতিবাদ সভা

নোয়াখালী, সিলেটের এমসি কলেজসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠিত ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি ও এ অপরাধের সাঁজায় ফাঁসির দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়া।
শনিবার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতানের অভিজাত রেস্টুরেন্ট আলো ছায়ায় মালয়েশিয়াস্থ প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাধারণ সম্পাদক ও এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান এর অনুষ্ঠান পরিচালনায়, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া কমিউনিটি প্রেসক্লাবের সহ-সভাপতি ও আরটিভি মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু ,যুগ্ন-সাধারণ সম্পাদক ও সময়টিভি প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের, নির্মাতা ও পরিচালক সাঈদ হক ,বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম নিউজরুম এডিটর (ইংরেজি ) আবু সুফিয়ান ইমন , বাংলা সিএনএন প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ, ইউনিভার্সিটি মালায়ার পিএইচডি ছাত্রী জিনাত তাবাচ্ছুম ও বাপ্পী কুমার দাশ প্রমুখ।
প্রতিবাদ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অভিযুক্তদের ফাঁসির দড়িতে ঝুলিয়ে সাজা কার্যকর করতে হবে। অন্যথায় অপরাধিরা উৎসাহিত হবে। শুধু সাঁজা নয় ধর্ষণ সমাজ দুর করতে হলে সামাজিক সচেতনতা বাড়াতে হবে, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে বলে মন্তব্য করেন, সাংবাদিক নেতৃবৃন্দ।