মালয়েশিয়ায় লকডাউন এলাকায় ইমিগ্রেশন বিভাগ বন্ধ ঘোষণা

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে মালয়েশিয়ার সাবাহ প্রদেশসহ কুয়ালালামপুরের পার্শ্ববর্তী তিনটি ইমিগ্রেশন বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক ইন্দিরা খায়রুল দাজাইমী দাউদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় দেশটির সাবাহ প্রদেশে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ইমিগ্রেশন বিভাগের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ১৪ অক্টোবর থেকে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত রাজধানীর পার্শ্ববর্তী সেলাংগর, কুয়ালালামপুর ও পুত্রজায়ার সব ইমিগ্রেশন বিভাগ বন্ধ থাকবে।
এদিকে মালয়েশিয়ায় নতুন আজ ৬৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এখন ১৬ হাজার ৮৮০ জন এবং দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৬৩ জন।
নতুন করে সুস্থ্য হয়েছেন ৩৫০ জন। এই পর্যন্ত সর্বমোট সুস্থ্য হয়েছেন ১১ হাজার ৩৭২ জন। আক্রান্তদের মধ্যে ২ জন বাইরে থেকে আসা বাকি ৬৫৮ জন মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬০ মধ্যে ৪৪৩ জন সাবাহ প্রদেশের, কেদাহ রাজ্যের ৬০ জন, পেনাং ২৩ জন ,জোহর বারুতে ১০ জন। অন্যদিকে সেলাঙ্গরে ৭৬ জন, লাবুয়ানে ১৯ জন, কুয়ালালামপুরে ১০ জন, পেরাকে ১৬ জন, নেগারি সেম্বিলানে ২ জন , পাহাং ১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে ।