‘মালয়েশিয়া ডে’ উপলক্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

‘মালয়েশিয়া ডে’ উপলক্ষে কক্সভিউ কোম্পানির আয়োজনে ইন হাউজ মাল্টিমিডিয়া কলেজের বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশী ও মালয়েশিয়ার যৌথ মালিকানাধীন ইন হাউজ মাল্টিমিডিয়া কলেজের নিজস্ব অডিটোরিয়ামে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইন হাউজ মাল্টিমিডিয়া কলেজের অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কক্সভিউ ইন্টারন্যাশনাল কোম্পানির সিও মো: কাউছার উদ্দিন।এতে প্রধান অতিথি ছিলেন ইন হাউজ মাল্টিমিডিয়ার কলেজের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক হেরিট খান, প্রতিষ্ঠানের হেড মিস জেমি, প্রিন্সিপাল পিটার টিন, অ্যাকাডেমির কো-অর্ডিনেটর ড. সোহেল, প্রফেসর ড. মো: জিয়াউল করিম উজ্জ্বল।

ইন হাউজ মাল্টিমিডিয়া কলেজের সংশ্লিষ্টরা বলেন, এই কলেজের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশী শিক্ষার্থীরা মালয়েশিয়ার তথ্য প্রযুক্তি, মাল্টিমিডিয়াসহ বিভিন্ন সেবাখাতে ক্যারিয়ার গড়ে মালয়েশিয়ায় শক্ত অবস্থান তৈরি করতে পারেন। নির্মাণ খাতের মতো প্রযুক্তির জগতেও এগিয়ে থাকবে বাংলাদেশী শিক্ষার্থীরা।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।