কুয়ালালামপুরে স্কাইহোম ট্রাভেলস এর যাত্রা শুরু

সুলভমুল্যে বিমান টিকেটের নিশ্চয়তা নিয়ে শুক্রবার (১৮ এপ্রিল ) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশি অধ্যষিত কোতারায়া বাংলা মার্কেটে স্কাইহোম টুরস এন্ড ট্রাভেলস কুয়ালালামপুর শাখার শুভ উদ্ভোধন করা হয়।
উদ্ভোধন উপলক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সেলিম বেপারি ও নির্বাহী পরিচালক মোঃ শাহিন এর উপস্থিতিতে ফিতা কেটে এই শাখার উদ্ভোধন করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাবিবুর রহমান, কোতারায়া ব্যবসায়ী মোঃ নাসিম, মোঃ রাসেল,মোজাম্মেলসহ বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিগন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উদ্ভোধন উপলক্ষে নির্বাহী পরিচাল মোঃ শাহিন জানান, প্রতিষ্ঠানের মেইন শাঁখা জহুরবারুতে থাকলেও কুয়ালালামপুরের অবস্থানরত প্রবাসীদের কথা মাথায় রেখে এখানে এই শাখার উদ্ভোধন করা হয়। উদ্ভোধন উপলক্ষে ৩০% ছাড়ে টিকিট বিক্রয়সহ সুলভ মূল্যে দেশে প্রিয়জনের কাছে মালপাঠানো এছাড়াও বি টু বি এজেন্ট নিয়ে ব্যবসা করার সু-ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।