মালয়েশিয়ায় রেস্টুরেন্ট সুন্ডা বালির শুভ উদ্বোধন

মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরের অদূরে কুচাই এন্টারপ্রেনারস পার্ক এর জালান কুচায়মাজুতে স্থানীয় মালয়েশিয়ান ও ইন্দোনিশিয়ানসহ বিভিন্ন দেশের পর্যটকদের রসনার তৃপ্তি মেটাতে শুভ উদ্বোধন করা হয় রেস্টুরেন্ট সুন্ডা বালি।
সোমবার (১৮ অগাস্ট) দুপরে বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ী সুন্ডা বালির কর্ণধার নরসিংদী শিবপুরের সঞ্জয় পালের উপস্থিতিতে ফিতা কেটে উদ্ভোধন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে বাংলাদেশি ব্যবসায়ি ও কমিউনিটি নেতা শরীফুল ইসলাম শরিফ, দীন ইসলাম, মোঃ নাজমুল কবির, মোঃ সাদের সরকার, মোঃ মোসাদ্দেক, স্থানীয় মালয়েশিয়ানসহ বাংলাদেশি ব্যবসায়ি ও কমিউনিটির প্রায় সহস্রাধিক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
উদ্ভোধন শেষে প্রতিষ্ঠানের কর্ণধার সঞ্জয় পাল বলেন, মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে থাকা প্রবাসী বাংলাদেশী ব্যাবসায়ীরা বাংলাদেশি খাবার দোকান দিলেও স্থানীয় মালয়েশিয়ান ও ইন্দোনিশিয়ান খাবার রেষ্টুরেন্ট সংখ্যা খুবই কম,মূলত তাদের কথা চিন্তা করেই আমি এই রেষ্টুরেন্ট দিয়েছি । এখান বাংলাদেশিরা এসে বিদেশী খাবারের স্বাদে গ্রহন করতে পারবে। তিনি রেস্টুরেন্ট সফলতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।